এই কথাগুলো প্রতিদিন একবার পড়বেন- আপনার স্বপ্ন হারাবে না কখনো ইনশাআল্লাহ...

১। আমি চাকরী করবো না চাকরী দেব।
২। জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।
৩। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন......সাফল্য আসবেই ইনশাআল্লাহ।
৪। অন্তত ৫টি বছর ৯-৫টা ভুলে গিয়ে কাজটাকে ভালবাসুন, আপনার এগিয়ে যাওয়া আপনিও থামাতে পারবেন না।
৫। সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ
জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।
৬। সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।
৭। সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...
৮। সমস্যা থেকে বের হয়ে আসবে নতুন কোন বিজনেস আইডিয়া।
৯। বৃষ্টি সবার জন্যই পড়ে কিন্তু ভিজে কেউ কেউ।
১০। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে।
১১। কোন কোন হার নতুন পথ দেখায়।
১২। শুধু ভালো মানুষ হবার প্রতিযোগিতা হউক।
১৩। জীবনটা সহজ, সরল ও পজিটিভ ভাবে কাঁটিয়ে দেয়া যায় - ইহা শুধু একটি ইচ্ছা !
১৪। শুরু করতে হবে তাড়াতাড়ি চাকরির প্রস্তুতি মূলক পড়াশোনা অভিজ্ঞতাব আর পরিশ্রম আপনাকে পৌঁছে দিবে সাফল্যের দ্বারে ইনশাআল্লাহ।
১৫। যে নিজেকে ভাল রাখে এবং অন্যকেও ভাল রাখে - তিনিই একজন ভালো মানুষ !
১৬। জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া...
@আমার নোটবুক